সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এতে চলমান দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
শহরে বর্তমানে তিনটি বড় দাবানল জ্বলছে। এর মধ্যে পালিসেডস দাবানলে ২৩ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত মাত্র ১৪ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো ঝোড়ো বাতাস বইতে পারে। তাই জরুরি প্রস্তুতি নেয়া হচ্ছে। সান্তা আনা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে বিবিসি ওয়েদার সেন্টার। তবে বুধবারের পর বাতাসের গতি কমতে পারে। যা অগ্নিনির্বাপণে সহায়ক হবে।
সোমবার পর্যন্ত দাবানল-সংলগ্ন এলাকায় লুটপাটের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে অগ্নিসংযোগের অভিযোগে আটক করা হয়েছে। তবে তার কাজ বড় অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।
লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, তৃতীয় অপরাধে আমৃত্যু কারাদণ্ড হতে পারে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ফেডারেল সাহায্য পাঠানো হয়েছে। যেকোনো অতিরিক্ত সহায়তার অনুরোধ দ্রুত মঞ্জুর করা হবে। সূত্র: বিবিসি
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।