টিউলিপ সিদ্দিক।
টিউলিপ সিদ্দিকের ওপর দুর্নীতির অভিযোগের চাপ বাড়ছে। এবার তাকে দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি তুলেছে দেশটির দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন।
এ জোটে রয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এর ফলে যুক্তরাজ্যের অর্থবাজারে দুর্নীতি প্রতিরোধে টিউলিপের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের দায়িত্বের সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘স্বার্থের সংঘাত’ তৈরি করেছে। যুক্তরাজ্যের অর্থনৈতিক অপরাধ মোকাবিলায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। অথচ তার এমন একটি পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।
আরও পড়ুন>>>টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ ইতোমধ্যেই টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহবান জানিয়েছেন। তবে স্টারমারের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রীর প্রতি ‘পূর্ণ আস্থা’ রেখেছেন।
এমন অবস্থার মধ্যেই টিউলিপকে এবার তার দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে যেতে দাবি জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন। এ জোটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো বৈশ্বিক সংগঠনগুলোও আছে।
যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থাগুলোর এ জোট বলেছে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও খ্যাতি রক্ষায় সরকারের পক্ষে বেশ কিছু জরুরি। আর এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপ সিদ্দিকের দায়িত্বের মধ্যেই পড়ে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ-সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে— তিনি এসব সিদ্ধান্ত নেয়ার অবস্থানে আছেন কিনা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।