Apan Desh | আপন দেশ

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ০৯:৩০, ১৭ জানুয়ারি ২০২৫

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন স্থগিত 

ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তে স্থগিত হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি। কয়েকটি শর্তে হামাসের সঙ্গে সমঝোতা না হওয়ায় চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইসরায়েলের পার্লামেন্ট। হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না তারা। দেশটির অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করে বলেন, হামাস শেষ মুহূর্তে কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে। তাই হামাস সব শর্তে রাজি না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ অবসানে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে ইসরায়েলের আলোচকেরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত এ চুক্তি কার্যকর হবে না।

এদিকে নেতানিয়াহুর ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ যুক্ত করা হয়েছে। তারপরও পরিকল্পনা অনুযায়ী রোববার থেকেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়