Apan Desh | আপন দেশ

দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১৭ জানুয়ারি ২০২৫

দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য নিশ্চিত করেছে। 

আদালত ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে এবং বুশরা বিবিকে এর অর্ধেক অর্থাৎ ৫ লাখ রুপি জরিমানা দেয়ার নির্দেশ দেয়।

২০১৮ সালে ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান বিবি আল-কাদির ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন।

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এ ট্রাস্টটি আসলে ছদ্মবেশী সংস্থা, যার মাধ্যমে ইমরান খান ও বুশরা খান দেশের অন্যতম প্রভাবশালী রিয়েল-এস্টেট ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেইনের কাছ থেকে ঘুস হিসেবে মূল্যবান জমি গ্রহণ করেছেন।  মালিক রিয়াজ হুসেইনকে পাকিস্তানের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের একজন। ইমরান খান ও বুশরা খান সবাই এ অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরান খান, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আল-কাদির ট্রাস্টের নামে একটি প্রকল্পের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এ প্রকল্পের জন্য তারা মালিক রিয়াজ নামে এক সম্পদশালী ব্যক্তির কাছ থেকে জমি গ্রহণ করেন, যা পরে দাতব্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকল্পটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং এর মাধ্যমে ২৩৯ মিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার হয়েছে।

২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। যদিও বেশ কয়েকটি মামলা স্থগিত হয়েছে, তবে এ মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এতে শতাধিক শুনানি এবং হাজার পৃষ্ঠার নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়।

ইমরান খানের আইনজীবী ফয়সাল ফারিদ চৌধুরী এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। তার দাবি, কোনো প্রমাণ ছাড়াই এ মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষক মজিদ নিঝামি মনে করেন, এ রায় পাকিস্তানের চলমান রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়