Apan Desh | আপন দেশ

ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৩১, ২০ জানুয়ারি ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ক্যাপিটল ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিককে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনা হয়েছে শপথ গ্রহণের স্থানে।

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে। বিগত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে।

এরই মধ্যে ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। শপথ অনুষ্ঠানের আগে তিনি রাজধানীতে ক্যাম্পেইন স্টাইলে একটি সমাবেশ করেছেন। সেখানে তিনি একটি ভাষণও দিয়েছেন। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি, টিকটক, প্রথম দিনের কার্যক্রম ও সফর নিয়ে কথা বলেছেন তিনি। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্প জানান, ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনও নির্ধারিত হয়নি। তবে তিনি বলেন, সংখ্যাটি রেকর্ড ভাঙবে। একশ’র বেশি হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে। সূত্র: সিএনএন

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়