যুক্তরাষ্ট্রের তিন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।
এদিকে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অন্যতম তিন স্থান নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের অভিষেকের দিনের শুরু থেকেই ট্রাম্প বিরোধীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে তারা বিক্ষোভ করেছে।
তবে এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিমান ২০১৭ সালের চেয়েও কম ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে অভিষেকের পরের দিন কয়েক হাজার আমেরিকান মহিলাদের মার্চ ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় এক দিনে বিক্ষোভ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।