Apan Desh | আপন দেশ

পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৭ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৬ জন নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের মুলতানের হামিদপুর কানোরা আবাসিক এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে। 

ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। এদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। 

পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়