Apan Desh | আপন দেশ

ইজতেমা থেকে ফিরে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ইজতেমা থেকে ফিরে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র

ছবি : সংগৃহীত

প্রতিবেশি ভারত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছিলেন রেজাউল ইসলাম নামের এক শিক্ষার্থী। পশ্চিমবঙ্গের হুগলী জেলার এ বাসিন্দা ইজতেমা থেকে ফিরে নিজ দেশে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় ওই ছাত্র কলকাতায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে। 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রেজাউল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পেরিয়ে তিনি ও তার আরও তিন বন্ধু কলকাতার শিয়ালদহে যাওয়ার ট্রেন ধরেন। যাত্রাপথেই কিছু যাত্রী তার ধর্ম নিয়ে এবং বাংলাদেশি বলে কটূক্তি করেন। এছাড়া তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানান রেজাউল। 

কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র বলেন, ‘ইজতেমায় গিয়েছিলাম আমরা চার বন্ধু। মঙ্গলবার সকালে গেদে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠি। ফাঁকা ট্রেন ছিল, তবে রাণাঘাট স্টেশনে খুব ভিড় হয়ে যায়।’

রেজাউল বলেন, ‘আমার একটা ট্রলি ব্যাগ সিটের ওপরে বাঙ্কে রেখেছিলাম। সেটা নামিয়ে সিটের নিচে রাখতে বলেন এক যাত্রী। ব্যাগটা নামানোর সময় অন্য এক যাত্রী আমাকে ধাক্কা দেন। তারপরেই কটূক্তি করতে থাকেন তিনি।’

তিনি বলেন, এরপর ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন মিলে আমার ধর্ম নিয়ে কটূক্তি করতে থাকে। তারা বলেন আমি নাকি বাংলাদেশি, আমাদের মতো মানুষই নাকি কলকাতা দখল করে ফেলছে। আমাদের তাড়িয়ে দেয়া উচিত ইত্যাদি। আমি তাদের স্পষ্টভাবে বলি যে আমিও ভারতীয়, আপনিও ভারতীয়। দুজনের একই অধিকার রয়েছে এদেশে থাকার। এভাবে কথা বলতে পারেন না আমার সঙ্গে। এরপরই শুরু হয় শারীরিক নিগ্রহ।

ওই শিক্ষার্থী বলেন, একজন আমার টুপি মাটিতে ফেলে দেয়, আমার চুল, দাড়ি ছিঁড়ে দিয়েছে। কয়েকজন আমাকে তো চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। তবে ওই যে ভদ্রলোক প্রথমে আমাকে ট্রলি ব্যাগ নামাতে বলেছিলেন, তিনি আমাকে আগলিয়ে রাখেন।

ঘটনার সময় তার বন্ধুরা অন্য কামরায় বসায় তার এ ঘটনার কিছুই জানতে পারেনি। এদিকে শারীরিক হেনস্থার ফলে তাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে। 

এদিকে এফআইআর দায়েরের পর বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে শিয়ালদহ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। শিয়ালদহ রেল পুলিশের সুপার জে মার্সি বলছেন, তারা অভিযোগটি পেয়েছেন। ইতোমধ্যে তদন্তও শুরু করেছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়