
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ফাইল ছবি
ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয়। এ মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। তিনি বলেন, এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০ বার যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
মুজাফফরাবাদের প্রবীণ ও নাগরিকদের সম্বোধন করে পাক সেনাপ্রধান আশ্বাস দেন, জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরের ভাইদের পাশে থাকবে।
আসিম মুনির আরও বলেন, পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে। যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না।
কাশ্মীরকে পাকিস্তানের ‘শিরা’ উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, শিরা কেটে গেলে মানুষের মৃত্যুও ঘটে। কাশ্মীর আমাদের জীবন। নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।
এসময়, পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন জেনারেল আসিম মুনির।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।