
ছবি: আপন দেশ
ছুটির জন্য আবেদন করেও ছুটি না পাওয়ায় ক্ষোভে চার সহকর্মীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক সহকর্মী। আর অদ্ভুদ এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে এক সরকারি অফিসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সরকারি ওই কর্মীর নাম অমিত কুমার সরকার। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার কারিগরী ভবনের শিক্ষা বিভাগে কাজ করেন।
প্রতিবেদনে বলা হয়, ছুটির জন্য বসের কাছে আবেদন করেছিলেন অমিত কুমার সরকার। কিন্তু বস ওই যুবককে ছুটি দিতে রাজি হননি। সেই ক্ষোভ থেকে তার চার সহকর্মীকে ছুরিকাঘাতে আহত করেন আমিত। এরপর রক্তমাখা সেই ছুরি নিয়েই রাস্তায় বেরিয় পড়েন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে- ওই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার পিঠে একটি ব্যাগ এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এ সময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।
পুলিশ জানায়, সরকার ছুটি না পেয়ে অমিত ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। পুলিশের ধারণা, অমিতের মানসিক সমস্যা থাকতে পারে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।