Apan Desh | আপন দেশ

পাকিস্তানের সেনাপ্রধানকে ফের ইমরান খানের খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানের সেনাপ্রধানকে ফের ইমরান খানের খোলা চিঠি

ফাইল ছবি।

পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দ্বিতীয়বারের মতো দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে খোলা চিঠি লিখেছেন। 

ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নিশানা করা হচ্ছে।

চিঠিতে ইমরান খান বলেন, দেশ ও জাতির উন্নতির জন্য আমি আন্তরিক উদ্দেশ্য নিয়ে সেনাপ্রধানকে একটি খোলা চিঠি লিখেছিলাম। যাতে জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ কমানো যায়। কিন্তু এর প্রতিক্রিয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও গুরুত্বহীন ছিল।

চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি দেশটির বহুল জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। এছাড়া তিনি অজীবন পাকিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য কাজ করেছেন। শুধু তাই নয়, গত ৫৫ বছর ধরে আমি জনসেবায় নিয়োজিত এবং গত ৩০ বছরের উপার্জন সম্পূর্ণ স্বচ্ছ। আমার জীবন ও মৃত্যু শুধু দেশের সঙ্গেই যুক্ত।

এ সময় সাবেক এ পাক প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তি ও দেশের জনগণের সঙ্গে দূরত্ব বাড়ার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রথম চিঠির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি দেশের জনগণের মতামত নেয়া হতো, তাহলে ৯০ শতাংশ মানুষ তার উত্থাপিত ছয় দফা দাবিকে সমর্থন করতো।

আদিয়ালা কারাগারে বন্দি দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু কিছু ‘ব্ল্যাক শিপ’এর ভাবমূর্তি নষ্ট করছে।

এর আগে, ইমরান খান তার প্রথম চিঠিতে সেনাপ্রধানকে বিভিন্ন নীতি পুনর্বিবেচনার আহবান জানিয়ে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তোলেন।

সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, ছয় দফার ওই চিঠিতে ভুয়া নির্বাচন, অর্থপাচারকারীদের প্রচার, ২৬তম সাংবিধানিক সংশোধনী এবং আল-কাদির ট্রাস্ট মামলার রায় নিয়ে আলোচনা করা হয়।

তবে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানের দাবি, ইমরান খানের ওই চিঠির মাধ্যমে দলের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। বরং চিঠিটি তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে লিখেছেন ।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানের চিঠির উদ্দেশ্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা। অথবা সেনা কমান্ডের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা। ইমরান খানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টের মধ্য দিয়েই রাজনৈতিক সংগ্রাম চালাতে হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়