
ছবি : সংগৃহীত
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে একটি বাস সেতু থেকে ছিটকে দূষিত খাদে পড়ে গেলে তারা নিহত হয়। সোমবার (১০ ফেব্রয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নগরীর দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, গুয়াতেমালা সিটির একটি দূষিত উপত্যকায় হাইওয়ে সেতুর উপর দিয়ে একটি বাস পার হওয়ার সময় ছিটকে পড়ে। এতে অন্তত ৫১ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনও অনেকে জীবিত আটকা পড়ে আছে।
ব্যস্ত মহাসড়ক ধরে চলতে থাকা বাসটি পুনেট বেলিস নামের সেতু থেকে প্রায় ২০ মিটার নিচের খাদে পড়ে যায়। সেতুটি একটি সড়ক ও নালার ওপর দিয়ে গেছে।
দুর্ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। দেখা গেছে, বাসটি নোংরা পানিতে অর্ধ-নিমজ্জিত অবস্থায় রয়েছে। এর আশেপাশে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
এ দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট আরেভালো বলেছেন, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আজকের এ হৃদয়বিদারক ঘটনায় তাদের কষ্টে আমি সমব্যথী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।