Apan Desh | আপন দেশ

ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প-পুতিন দীর্ঘ ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প-পুতিন দীর্ঘ ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

টানা ৩ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে প্রচেষ্টা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্টের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ট্রাম্প। বুধবার (১২ ফেব্রুয়ারি) ৯০ মিনিট ধরেই ফোনে কথা বলেন ট্রাম্প ও পুতিন। 

ইউক্রেন যুদ্ধে ইতি টানতে আলোচনা চালানোর বিষয় সহমত পোষণ করলেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এ পোস্টে ট্রাম্প দাবি করেছেন, পুতিনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে অবিলম্বে আলোচনা শুরু করার বিষয়ে তিনি আর পুতিন একমত হয়েছেন। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার একটি দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন<<>>ইসরায়েলের ওপর ক্ষেপলো সৌদি

তিনি আরও বলেছেন, ভোট প্রচারে তিনি যে ‘কমন সেন্স’-এর উপর জোর দিয়েছিলেন, প্রেসিডেন্ট পুতিন নাকি সেটাই ব্যবহার করেছেন। ট্রাম্প বলেছেন, আমরা দুজনেরই এতে খুব দৃঢ় আস্থা আছে। আমরা খুব ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। একে অপরের দেশও পরিদর্শন করব।

এরপর ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কিকে ফোন করে শুরু করব। তাকে আমাদের কথোপকথন সম্পর্কে অবহিত করব। আমি এখনই ওকে ফোন করব। আমি পররাষ্টমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং রাষ্ট্রদূত ও বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচনায় নেতৃত্ব দেয়ার জন্য অনুরোধ করেছি। আমি দৃঢ়ভাবে মনে করি আলোচনা সফল হবে।

ট্রাম্পের সে বক্তব্যের কিছুক্ষণ পরেই কিয়েভের তরফে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে ঘণ্টাখানেকের মতো কথা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হয়েছে, সে বিষয়ে জানাতে ট্রাম্প ফোন করেছিলেন বলে কিয়েভের তরফে দাবি করা হয়েছে।

ট্রাম্প আরও একবার দাবি করেছেন, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন তবে যুদ্ধটা হতোই না। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কিন্তু এটা ঘটেছে, তাই এটা অবশ্যই শেষ করতে হবে। আর কোনও প্রাণহানি হওয়া উচিত নয়! পুতিনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, আমি মনে করি, এ প্রচেষ্টা একটি সফল সমাপ্তির দিকে নিয়ে যাবে, আশা করি শিগগিরই!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়