
ছবি: সংগৃহীত
ভারতের মণিপুরে জারি হলো- রাষ্ট্রপতি শাসন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।
রোববার (০৯ ফেব্রুয়ারি) ইস্তফা দেন তিনি। আর দুই দিন পর বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্যটিতে জারি হলো রাষ্ট্রপতি শাসন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন বীরেন সিংহ।
আরও পড়ুন<<>> ইসরায়েলের ওপর ক্ষেপলো সৌদি
উত্তর-পূর্ব ভারতের জন্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিৎ পাত্র বীরেন সিংয়ের ইস্তফার পরই মণিপুর পৌঁছেছিলেন৷ গোটা পরিস্থিতি ব্যাখ্যা করতে রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গেও দেখা করেছিলেন সম্বিৎ পাত্র৷
মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে বিজেপি-রই বেশ কয়েকজন বিধায়ক ক্ষুব্ধ ছিলেন৷ এমনকি, কংগ্রেস বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। বিজেপি কয়েক বিধায়কও সেই প্রস্তাবে সমর্থন জানানোর জন্য প্রস্তুত ছিলেন৷
দলীয় বিধায়কদের এ ক্ষোভ প্রকাশ্যে আসার পরই চাপে পড়ে পদত্যাগ করেন বীরেন সিং৷ ২০২৩ সাল থেকে জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর৷ প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই শতাধিক মানুষ৷ তার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই এতদিন পদ আঁকড়ে ছিলেন বীরেন সিং৷
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।