Apan Desh | আপন দেশ

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ১১

বেলুচিস্তানে গাড়িতে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শ্রমিকবাহী একটি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে প্রদেশের হার্নাই এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের ডেপুটি কমিশনা ওয়ালি কাকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় জানান, ট্রাকটি হার্নাই এলাকার একটি কয়লাখনির শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। এ এলাকায় পাকিস্তানী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা প্রায়ই হামলা চালায়। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল বিদ্রোহীরা। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছামাত্র বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে ৯ জন নিহতের খবর জানা গিয়েছিল। পরে আহতদের মধ্যে আরও দুজন নিহত হন। হতাহতরা সবাই কয়লখনি শ্রমিক। 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়