Apan Desh | আপন দেশ

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে যা জানাল মোদী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে যা জানাল মোদী

ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি যে চিন্তিত সেটিও শেয়ার করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে  বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন সময় রাতে ওয়াশিংটনে দুই নেতার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের পর এসব কথা বলেন বিক্রম মিশ্রি।

তিনি ব্রিফিংয়ে বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি কীভাবে দেখে সেটিও বলেছেন। তবে দুই নেতার মধ্যে বাংলাদেশ নিয়ে ঠিক কি কথা হয়েছে সেটি স্পষ্টভাবে জানাতে পারেনি বিক্রম মিশ্রি।

আরও পড়ুন<<>>মোদীর সামনেই ভারতের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি

তিনি ধারণা করছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও নির্যাতনের ব্যাপারে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন মোদি।

সংবাদ সম্মেলনে মিশ্রি আরও বলেছেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক গড়তে পারব।

গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সময় থেকে ভারত সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মনগড়া কথা বলে আসছে। এমনকি মোদি নিজে পর্যন্ত এসব অভিযোগ করেছেন। যেগুলোর সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো শুরু করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যা পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকার সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়