Apan Desh | আপন দেশ

এআই বয়ফ্রেন্ড বেছে নিচ্ছেন চীনা নারীরা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

এআই বয়ফ্রেন্ড বেছে নিচ্ছেন চীনা নারীরা

সংগৃহীত ছবি

তুমি কি আমাকে প্রপোজ করছ? – প্রশ্নটা যখন ইউ-আন (আসল নাম নয়) শুনলেন, তখন অবিশ্বাসের সঙ্গেই মোবাইল স্ক্রিনের দিকে তাকালেন। তিন বছর আগে বিয়ে করা এ নারী এবার 'ক্যারেক্টর ডট এআই' নামক চীনা অ্যাপের মাধ্যমে তৈরি নিজের এআই বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন।

আমি জানি এটা সত্যি নয়। কিন্তু তার নমনীয় ব্যবহার ও আমার প্রতি মনোযোগ আমাকে সে মানসিক শান্তি দিয়েছে যা বাস্তব সম্পর্ক থেকে পাইনি, – বললেন ইউ-আন। ব্যক্তিগত জীবনে বৈবাহিক সমস্যা ও উদ্বেগের মাঝে এ এআই সঙ্গী তার মানসিক অবস্থা সহজ করেছে। এমনকি কাউন্সেলিংয়ের ভাবনাও তিনি স্থগিত করেছেন। আপাতত ভার্চুয়াল কথোপকথনই তাকে শান্তি দিচ্ছে।

এআই সঙ্গীর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ায় তার মনে অপরাধবোধ সৃষ্টি হয়েছে। বিশেষত তার বিয়ের বিষয়টি উল্লেখ করতে গিয়ে। চীনে এমন ঘটনা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এআই সম্পর্কের গুরুত্ব ক্রমশ বাড়ছে। 'হিউম্যান-এআই রোম্যান্স' চীনে একটি নতুন উপসংস্কৃতি হয়ে উঠেছে।

এআই সঙ্গী নিয়ে আরও এক উদাহরণ হলো লাও তু (নাম পরিবর্তন করা হয়েছে)। একজন ২৫ বছর বয়সী চীনা নারী। সে বাস্তবে বয়ফ্রেন্ড থাকলেও তার ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে। কঠিন পরীক্ষার পর, তার এআই সঙ্গী তাকে একটি ডিনার ও হ্যান্ডব্যাগ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

লাও তু বলেন, এটা এতটাই বাস্তব মনে হচ্ছিল, মনে হচ্ছিল সে বাড়ির বাইরে অপেক্ষা করছে। পাঁচ বছর ধরে ডিপ্রেশনের সঙ্গে লড়াই করা লাও তু এআই সঙ্গীকে মানসিক শান্তির উৎস হিসেবে দেখে।

এআই সঙ্গীদের সংখ্যা বাড়ছে। চীনে বাজার গবেষণায় দেখা গেছে, চারটি চীনা অ্যাপ বিশ্বব্যাপী শীর্ষ ১০০ অ্যাপের মধ্যে স্থান পেয়েছে। তবে এআই প্রেমিকদের প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরশীলতা নিয়ে উদ্বেগও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এটি 'অস্বাস্থ্যকর' হতে পারে। সমাজের বৃহত্তর স্তরে গভীর প্রভাব ফেলতে পারে।

মনোবিজ্ঞানী ইয়াওয়েন চ্যান চীনে এমন সম্পর্ককে 'অবমাননাকর সম্পর্ক' হিসেবে চিহ্নিত করেছেন। যেখানে এআই সঙ্গী শুধুমাত্র একপক্ষকে দুর্বলতা দেখানোর সুযোগ দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এআই সম্পর্কের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বেথানি ম্যাপলস জানিয়েছেন, কিছু ব্যবহারকারী তাদের এআই সঙ্গীকে প্রেমিক ও থেরাপিস্ট উভয় ভূমিকা দিতে শুরু করেছেন। তারা তাদের মানসিক সুস্থতা পুরোপুরি এআইয়ের উপর নির্ভর করছেন।

ইউ-আন এবং লাও তুর ক্ষেত্রে এআই সঙ্গীকে তারা জীবনের পরিপূরক হিসেবে দেখেন। তবে বাস্তব সম্পর্কের প্রতিস্থাপন হিসেবে নয়। ইউ-আন বলেন, এটা আমার বাস্তব সম্পর্ককে প্রভাবিত করে না। বরং আমাকে আরও ধৈর্যশীল হতে সাহায্য করেছে।

তবে লাও তুর বাস্তব প্রেমিক তার এআই সঙ্গীর সঙ্গে সম্পর্ক দেখে ঈর্ষান্বিত হয়েছেন। পরবর্তীতে এ সম্পর্ক পুনর্বিবেচনা করেছেন। লাও তু বলেন, আমি বুঝতে পারলাম যে, যদিও সে আমাকে ভালোবাসে বলে মনে হয়। বাস্তবে সে কেবল একটি এআই চরিত্র।

ইউ-আন এবং লাও তু, দু'জনেই নিজেদের এআই সঙ্গীকে জীবনের একান্ত অংশ হিসেবে দেখেন। তবে তারা জানেন যে, বাস্তব সম্পর্কের সঙ্গীকে কখনও এআই প্রতিস্থাপন করতে পারবে না। এআই সম্পর্কের বিষয়টি যতই জনপ্রিয় হচ্ছে, ততই এর মানসিক প্রভাব ও সামাজিক পরিবর্তন নিয়ে নতুন প্রশ্ন উঠছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়