
ফাইল ছবি।
দ্বিতীয় দফায় অবৈধ আরও শতাধিক ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও তাদের হাতকড়া-শিকলে বেঁধেই পাঠানো হলো।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরা এক অবৈধ ভারতীয় প্রবাসী দাবি করেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের পা-ও শিকলে বাঁধা ছিলে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টা নাগাদ পুলিশের গাড়িতে করে এসব অভিবাসীদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। হরিয়ানা সরকারও সে রাজ্যের বাসিন্দাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে।
ভারতীয় সংবাদমাধ্যমের বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার কুরালা কালান গ্রামের বাসিন্দা দলজিৎ সিং। শনিবার (১৫ ফেব্রুযারি) রাতে অমৃতসর বিমানবন্দরে একটি মার্কিন বিমানে ফেরত আসা শতাধিক অবৈধ অভিবাসীর মধ্যে তিনিও ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের ব্যবহৃত অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ‘ডানকি রুট’ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি সেসব অবৈধ অভিবাস দেশে ফেরত আসে তাদের মধ্যে বেশির ভাগই ছিলো পাঞ্জাবের। তারা জানিয়েছিলেন, উন্নত জীবনের আশায় তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু এজেন্টরা তাদের সঙ্গে প্রতারণা করেছে।
দ্বিতীয় দফায় যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের এবং উত্তরপ্রদেশ। এছাড়া গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে রয়েছে দুজন করে। একজন করে আছেন হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফেরত আসা অভিবাসীদের অধিকাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। সূত্র- বিজনেস স্ট্যান্ডার্ড
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।