
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২৭১-এ পৌঁছেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৯৩ জন। ধ্বংসস্তূপে আরও মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও প্রতিদিনই গাজার ধ্বংসস্তূপে মরদেহ মিলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় উপত্যকাটি বিপর্যস্ত। জাতিসংঘের মতে, এ হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
গত ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে দীর্ঘদিনের অবরোধ ও হামলার কারণে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ।
ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।