
ছবি : সংগৃহীত
কানাডার টরেন্টোয় পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেছে একটি উড়োজাহাজ। এ সময় ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিল।
আরও পড়ুন<<>>সমকামী ইমাম মুহসিনকে গুলি করে হত্যা
প্যারামেডিক পরিষেবা এএফপি'কে বলেছে, আহত ১৮ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজন শিশু, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে।
তবে ডেল্টা জানিয়েছে, আহতের সংখ্যা ১৮ জন। আহত সকলকেই অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে যায়। তবে বিমানে বিস্ফোরণ হয়নি।
কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে বিমানটি ঠিক কী কারণে এমন দুর্ঘটনার কবলে পড়ল-সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।