Apan Desh | আপন দেশ

কোথায় হারালেন ইউটিউবার জেনা মার্বেলস

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কোথায় হারালেন ইউটিউবার জেনা মার্বেলস

জেনা মার্বেলস।

জেনা মার্বেলসের রয়েছে প্রায় ২ কোটি সাবস্ক্রাইবার। কনটেন্টগুলোর ভিউ হয়েছে ২০০ কোটিরও বেশি বার। কিন্তু ২০২০ সালে হঠাৎ করেই তিনি সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে বিদায় নেন। তার ইউটিউব চ্যানেলের উত্থান ও আকস্মিক প্রস্থান ভক্তদের জন্য একটি বিশাল ধাক্কা ছিল।

জেনা মার্বেলসের বর্তমান অবস্থা নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য পিপল। এতে বলা হয়েছে, আলোচিত ওই ইউটিউবারের আসল নাম জেনা নিকোল মৌরি। ইউটিউবে তিনি তার প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন ২০১০ সালে। তার ভিডিওগুলো ছিল মূলত হাস্যরসাত্মক। ব্যঙ্গাত্মক উপায়ে নিজস্ব মূল্যায়নের মাধ্যমে তিনি তাঁর কৌতুক পরিবেশন করতেন। মাঝে মাঝে অবশ্য মেকআপ টিউটোরিয়ালের কনটেন্টও আপলোড করতেন।

জেনা মার্বেলসের প্রথম ভাইরাল ভিডিওটি ছিল—কীভাবে মানুষকে বোকা বানাবেন যে, আপনি দেখতে সুন্দর। ইউটিউবে এ ভিডিওটি এখন পর্যন্ত ৭ কোটি ২০ লাখ বার দেখা হয়েছে। কিন্তু এমন সাফল্যের পরও কেন ইউটিউব ছেড়ে দিয়েছিলেন তিনি?

পিপল জানিয়েছে, ২০২০ সালে জেনা মার্বেলস তার কিছু পুরোনো ভিডিওর জন্য বিতর্কের সম্মুখীন হন। সে সময় তাকে বর্ণবাদী আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়। বিশেষ করে, একটি ভিডিওতে তিনি এশিয়ান মানুষদের উপহাস করেছেন বলে সমালোচনা ওঠে। আরেকটি ভিডিওতে তিনি নিকি মিনাজের অনুকরণ করেছিলেন। অনেকেই এই বিষয়টিকে মিনাজের প্রতি তার ব্যক্তিগত আঘাত হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

জেনা অবশ্য পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বলেন, আমি কখনোই কাউকে আঘাত দিতে চাইনি। কিন্তু কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তবে আমি সত্যিই দুঃখিত।

এ ঘটনার পরই নিজের প্রায় সব পুরোনো ভিডিও প্রাইভেট করে দেন জেনা। পাশাপাশি ইউটিউব থেকে বিদায় নেয়ার ঘোষণাও দেন। তার বিদায়ী ভিডিওটি ছিল মাত্র ১১ মিনিটের। সেখানে তিনি বলেন, আমি চাই না আমার কোনো কনটেন্ট কারও মনে নেতিবাচক প্রভাব ফেলুক।

এখন প্রশ্ন হলো—ইউটিউবে বিপুল সাবস্ক্রাইবার ও বিপুল আয়ের সম্ভাবনা ছেড়ে যাওয়া জেনা মার্বেলস বর্তমানে কী করছেন?

পিপলস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার পর জেনা মার্বেলসের সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায়। তিনি আর ইউটিউবে ফেরেননি ও ইনস্টাগ্রাম বা টিকটকের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও সক্রিয় নন।

তবে ২০২২ সালের ডিসেম্বরে তার দীর্ঘদিনের প্রেমিক জুলিয়ান সোলোমিটা ঘোষণা দেন, তারা বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে জুলিয়ানের শেয়ার করা ছবিতে দেখা যায়, বিশেষ দিনটিতে তারা তাদের পোষা কুকুরদের সঙ্গে আনন্দ উদ্‌যাপন করছেন।

জেনা মার্বেলস তার ইউটিউব চ্যানেলে ফিরবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিদায় নেয়ার সময় তিনি বলেছিলেন, আমি জানি না, এটা চিরতরের জন্য নাকি সাময়িক সিদ্ধান্ত। কিন্তু আমি চাই আমার কাজ কখনো কারও ক্ষতি না করুক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়