Apan Desh | আপন দেশ

চার জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চার জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

ছবি : সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ চার মরদেহ হস্তান্তর করে যোদ্ধারা।

এদিন চারটি কফিন মঞ্চ থেকে রেড ক্রসের গাড়িতে তুলে দেয়া হয়। গাড়িতে কফিন রাখার মুহুর্তে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। পরে রেড ক্রসের গাড়িগুলো কফিন নিয়ে ওই এলাকা ছাড়ে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে রেড ক্রস নিহত জিম্মিদের চারটি কফিন" পেয়েছে। এতে বলা হয়েছে, এসব মরদেহ গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে। পরে সেখান থেকে ইসরায়েলে নেয়া হবে।

এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে শনিবার আরও ছয় জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, প্রতিরোধের পাশাপাশি হামাস পূর্ণ দায়িত্বের সঙ্গে চুক্তি বাস্তবায়নে তার আন্তরিকতা প্রমাণ করেছে। আমরা বিলম্ব ছাড়াই চুক্তির সব বিধান বাস্তবায়নের জন্য দখলদারিত্বের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি। তবে আল-হাইয়া অভিযোগ করেছেন, শত্রুরা এখনও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দেরি করছে এবং এড়িয়ে যাচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়