Apan Desh | আপন দেশ

ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, ছয় কংগ্রেস নেতা বরখাস্ত 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৭:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, ছয় কংগ্রেস নেতা বরখাস্ত 

রাতে বিধানসভায় অবস্থান করেন কংগ্রেসের বিধায়করা। ছবি: দ্য ওয়াল ডটইন

রাজস্থান বিধানসভায় উত্তেজনার জেরে ছয় কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে কংগ্রেস নেতারা বিধানসভায় রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন। বরখাস্ত হওয়া বিধায়করা বিধানসভার ভেতরেই রাত কাটান।

বরখাস্ত হওয়া ছয়জন হলেন— রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, বিরোধীদলীয় উপনেতা রামকেশ মীনা, আমিন কাজি, জাকির হুসেন গেসওয়াত, হাকিম আলি খান ও সঞ্জয় কুমার জাটভ।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাজেট অধিবেশনে। যখন বিজেপি মন্ত্রী অবিনাশ গেহলট প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘আপনার দাদি’ বলে সম্বোধন করেন। বিরোধী দল কংগ্রেস এ মন্তব্যকে ‘অশালীন’ দাবি করে প্রতিবাদ জানায়। কংগ্রেস বিধায়করা স্লোগান দেন ও স্পিকারের আসনের দিকে এগিয়ে যান। পরে উত্তেজনা বাড়লে অধিবেশন একাধিকবার মুলতবি করা হয়।

সরকারপক্ষের মুখ্য হুইপ যোগেশ্বর গার্গ কংগ্রেস বিধায়কদের আচরণকে ‘অমার্জনীয় অপরাধ’ আখ্যা দিয়ে তাদের বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্তের প্রস্তাব দেন।

এ ঘটনার পর বিরোধীদলীয় নেতা টিকা রাম জুলি বলেন, বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। আমাদের নেতাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, প্রথমে বিজেপি মন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এরপর ক্ষমা না চাওয়ায় আমাদের বিধায়কদের বহিষ্কার করা হলো। এটি বিজেপির কৌশল, তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়। এ ঘটনার প্রতিবাদে কংগ্রেস শনিবার রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়