Apan Desh | আপন দেশ

বাংলাদেশে ‘উগ্র বামপন্থীদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে ‘উগ্র বামপন্থীদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়

সংগৃহীত ছবি

বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে ইউএসএইড ২৯ মিলিয়ন ডলার দিয়েছে। এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ ফেব্রুয়ারি) তিনি বলেন, এ অর্থ উগ্র বামপন্থি কমিউনিস্টদের ভোট দেয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ওয়াশিংটনে গভর্নরদের এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। তার এমন মন্তব্য ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) তিনি বলেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ও তাদের সহায়তা করতে। যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে।

এর আগে অখ্যাত বাংলাদেশি সংস্থার কাছে অর্থ যাওয়ার অভিযোগ করে ট্রাম্প গতকাল বলেন, বাংলাদেশের একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। যেটির নাম কেউ কোনো দিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন? আপনার ছোট সংস্থা আছে। আপনি এখানে ১০ হাজার পান, ওইখানে এক লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি (বাংলাদেশকে দেওয়ার জন্য)। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। কেউ জানে না এ রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী?

বাংলাদেশ ছাড়াও ভারতকে নিয়েও আজ কথা বলেছেন ট্রাম্প। গত কয়েকদিনের মতো আবারও দাবি করেছেন, ভারতে নির্বাচনের জন্য ইউএসএইড সহায়তা করেছে। তিনি আজ বলেন, ভারতকে কেন তারা সহায়তা করবেন? যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়