Apan Desh | আপন দেশ

নেপাল জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নেপাল জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে

ফাইল ছবি

চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি শুরু করবে নেপাল। দেশটির কর্তৃপক্ষ বলছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে এ বিদ্যুৎ রফতানি করা হবে। 

২০২৪ সালে বাংলাদেশ, নেপাল ও ভারতের মাঝে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় বাংলাদেশে ওই বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। নেপালি সংবাদমাধ্যম নেপাল মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ সম্পর্ক জোরদার করতে ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী জুনে। সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি বিদ্যুৎ রফতানির বিষয়ে জানান।

নেপাল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ বিদ্যুৎ রফতানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করাই এ চুক্তির লক্ষ্য।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮ দশমিক ১৭ রুপিতে। যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়