Apan Desh | আপন দেশ

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ  ইঙ্গিত দেন।

ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তিন বছর ধরে চলমান এ যুদ্ধ চলতি সপ্তাহেই শেষ হতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ বাহিনীর হামলার মধ্য দিয়ে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। তিন বছর ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়েছে দুই পক্ষেরই।
 
হোয়াইট হাউসের প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এ যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে বেশ মনোযোগী।
 
ক্যারোলিন লেভিট আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ সপ্তাহান্তে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকান ট্যাক্সপেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্বও গড়ে তুলবে কারণ তারা এ নির্মম যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে।

এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর দায় জেলেনস্কির কাঁধে চাপালেও এবার ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে। শনিবার ওয়াশিংটনে এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়াই ইউক্রেনে আক্রমণ করেছে। তবে জেলেনস্কি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুশ আক্রমণ এড়াতে পদক্ষেপ নেয়া উচিত ছিল। একইসঙ্গে ট্রাম্প জানান, শিগগিরই খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে।
 
ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া অবস্থান নেয়ায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বসতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। পশ্চিমা দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কিয়েভের পক্ষে নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করবেন বলে জানিয়েছেন।
 
আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়