Apan Desh | আপন দেশ

মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ‘তাক বাই গণহত্যা’ নিয়ে জনগণের সামনে প্রথমবারের মতো ক্ষমা চেয়েছেন। মুসলিমদের ওপর চালানো হয় এ হত্যাকাণ্ড।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।

২০০৪ সালের ২৫ অক্টোবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ থাইল্যান্ডের তাক বাই শহরে এ হত্যাকাণ্ড ঘটে। মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশে নিরাপত্তা বাহিনী একটি থানার বাইরে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায়। এতে সাতজন নিহত হয়।

পরবর্তীতে আটককৃত ৭৮ জনকে হাত-পা বেঁধে সামরিক ট্রাকে গাদাগাদি করে নেয়া হয়। শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। এ ঘটনার পরই এটি ‘তাক বাই গণহত্যা’ নামে পরিচিত হয়।

প্রতিবেদনে বলা হয়, তাক বাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের চার মাস পর ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তিনি বলেন, আমি যে কোনো কাজের জন্য ক্ষমা চাই, যা মানুষের কষ্ট বা অস্বস্তির কারণ হয়েছে।

২০০৪ সালের এ ঘটনাটি দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এতে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটে। মুসলিম বিদ্রোহীদের আন্দোলনও তখন তীব্র হয়ে ওঠে।

মানবাধিকার সংগঠনগুলো বরাবরই এ ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবি জানিয়ে এসেছে। তবে দীর্ঘদিন ধরে বিষয়টি এড়িয়ে গেছেন থাকসিন সিনাওয়াত্রা। ১৭ বছর পর তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়