Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে কাজ করছেন নিরাপত্তাকর্মীরা

থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ব্যাংককের পূর্বে প্রাচিনবুরি প্রদেশের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আন্তর্জঅতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে একটি খাদে পড়ে যায়। চালকসহ ওই বাসটিতে ৪৯ আরোহী ছিলেন। তারা সবাই থাই নাগরিক। ১৭ যাত্রীকে ঘটনাস্থলে নিহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে অপর এক যাত্রী নিহত হন।

আরও পড়ুন<<>>ইসরায়েলি কারাগারে অর্ধ শতাধিক ফিলিস্তিনি বন্দির মৃত্যু

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। বাসের যাত্রীরা শিক্ষা সফরে গিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টে দেখা গেছে, প্রাচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মী এবং মেডিক্যাল কর্মীরা। ব্যাংকক থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫৫ কিলোমিটার।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, যদি দেখা যায় যে গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি কিংবা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিল। তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ গত অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়