
সংগৃহীত ছবি
সুদানের ওমদুরমান শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরের ওয়াদি সেদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আন্তনভ নামে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৯ জনের মৃত্যুর তথ্য জানায়। আরও জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয় ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির উপর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়ায় বলে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে বাহার আহমেদ নামে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল রয়েছেন। তিনি খার্তুমের সেনার জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।