
ফাইল ছবি
সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে মুসলিম নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি সুপ্রিম কোর্টের এ ঘোষণার বিষয়টি প্রকাশ করেছে গালফ নিউজ।
প্রতিবেদন মতে, চাঁদ অনুসন্ধানে সক্ষম এমন ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
এক্ষেত্রে চাঁদ দেখা ব্যক্তিকে নিকটস্থ কোর্টে বা সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে গিয়ে চাঁদ দেখার তথ্য জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে। রমজানের চাঁদ দেখা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যদিয়ে রমজানের সূচনা হয় যা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রোজা, আধ্যাত্মিক সাধনা ও ঐক্যের প্রতীক।
এদিকে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টার জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের সুনির্দিষ্ট গণনার ভিত্তিতে চলতি বছরের ১ মার্চ শনিবার রমজানের প্রথম দিন হবে বলে আশা করা হচ্ছে। তবে বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ ও দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যাবে। তবে আমেরিকার বিশাল অংশজুড়ে খালি চোখেই দেখা যাবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।