Apan Desh | আপন দেশ

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মসজিদে জুম্মার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

আরওপড়ুন<<>>নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। 

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়