
ফাইল ছবি।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে রমজান মাস।
এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর দিন ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।
আরওপড়ুন<<>>সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিল যে দেশ
সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (২৮ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।
এ বছর বিশ্বে সবার আগে চাঁদ দেখে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে আগামী ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান। এছাড়া ফিলিপাইনও জানায়, তাদের এখানেও শুক্রবার রমজানের চাঁদ দেখা যায়নি।
অপরদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায়ও রমজানের চাঁদ দেখা গেছে। এছাড়া ফ্রান্সও আগামীকাল থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।