
দুই সন্তানসহ বান্ধবী শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
শীর্ষ ধনী ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। শনিবার (১ মার্চ) পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানায়, তার চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।
শিভন জিলসের সঙ্গে এটি মাস্কের তৃতীয় সন্তান। এর আগে ২০২১ সালে, শিভন জিলস মাস্কের যমজ সন্তান স্ট্রাইডার ও আজুরকে জন্ম দেন। শিভন জিলস, মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তাদের সর্বশেষ সন্তান ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেয়।
এর আগে দুই নারীকে তিনবার বিয়ে করেছেন ইলন। কানাডীয় লেখিকা জাস্টিন মাস্ক ইলনের প্রথম স্ত্রী। তিনি ইলনের ছয় সন্তানের মা। জাস্টিনকে ২০০০ সালে বিয়ে করেন। ২০০৮ সালে এ জুটির বিচ্ছেদ হয়ে যায়। এদিকে ব্রিটিশ অভিনেত্রী টালুলাহ রাইলিকে বিয়ে করেন ২০১০ সালে। তখন টালুলাহর বয়স ছিল মাত্র ২৪, আর ইলনের ৩৯। ২০১২ সালে বিচ্ছেদ হয় এ জুটির। টালুলাহকেই আবার ২০১৩ সালে বিয়ে করেন ইলন। ২০১৬ সালে আবার তাদের বিচ্ছেদ হয়। এ জুটির কোনো সন্তান নেই।
এ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৫৩ বছর বয়সী ইলন মাস্কের প্রেমিকা। ইলনের ১৩ সন্তানের মা তিন নারী। আর ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের দাবি যদি সত্যি হয়, তাহলে ইলনের ১৪ সন্তানের মা ৪ জন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।