Apan Desh | আপন দেশ

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:১৭, ৩ মার্চ ২০২৫

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

সংগৃহীত ছবি

গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যদিও ৯৬ শতাংশের বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। 

সোমবার (০৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন। যা একক দেশ হিসেবে সর্বাধিক আবেদনকারী দেশের মধ্যে ষষ্ঠতম। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৪০ হাজার ৩৩২। অর্থাৎ আশ্রয় আবেদনের হার ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইইউএএ জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসে ২৩ হাজার ৩ জন ও পরবর্তী ছয় মাসে ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন।

২০২৪ সালে বাংলাদেশিদের সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে ইতালিতে। ইইউ প্লাস অঞ্চলে করা বাংলাদেশিদের মোট আশ্রয় আবেদনের ৭৭ শতাংশই এসেছে এ দেশ থেকে। ইতালিতে ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন। যা ২০২৩ সালে ছিল ২৩ হাজার ৪৪৮।

গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশই করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।

ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় ৮৭ হাজার ৩৮২ নাগরিক গত বছর ইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর আশ্রয় আবেদনে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান। ২০২৪ সালে প্রায় ২৩ হাজার ২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেন।

ইইউএএ বলেছে, ২০২৪ সালে প্রাপ্ত সকল আবেদনের প্রায় প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) নাগরিকত্বের জন্য করা ছিল; যার স্বীকৃতির হার ২০ শতাংশেরও কম। এ গোষ্ঠীর নাগরিকত্বের মধ্যে বাংলাদেশি, মরোক্কান ও তিউনিসিয়ানরা অন্তর্ভুক্ত ছিলেন। সূত্র: ইইউএএ

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়