
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো’বে কারাগারে পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।
তারা আদালতে মামলা করেছে, যেখানে অভিবাসীদের ওই কারাগারে পাঠানোকে মার্কিন সংবিধানের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, গুয়ান্তানামো’বে কারাগার মূলত সন্ত্রাসী ও বিদেশি অপরাধীদের জন্য ব্যবহৃত হয়। যেখানে আটক ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘনের নজির রয়েছে। সেখানে আটক ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করা হয়। পাশাপাশি আত্মহত্যার প্রবণতা বাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রে আটক ১০ অভিবাসীর কেউই কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য নন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে জমা দেয়া নথিতে ১০ জন অভিবাসীর বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছে এসিএলইউ। তাদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ও ভেনেজুয়েলার নাগরিক রয়েছেন। এসিএলইউ ও আরও কয়েকটি অ্যাডভোকেসি গ্রুপ ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে মামলাটি করেছে।
ক্ষমতায় আসার আগেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারির শুরু থেকে তার প্রশাসন গুয়ান্তানামোতে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু করে। সন্ত্রাস ও মাদকবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে এ বন্দিশিবির পরিচালনা করা হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ অভিবাসীরা কোনো অপরাধ করেননি। তাদের গুয়ান্তানামোতে স্থানান্তর মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন>>>ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প
মামলার এজহারে বলা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে অভিবাসীদের আটকে রাখা বা নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আপত্তি করছে না। তবে তাদের গুয়ান্তানামোর মতো কুখ্যাত কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে বেআইনি ও নজিরবিহীন বলে চ্যালেঞ্জ করেছে তারা।
মানবাধিকার সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। যদি আদালত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে, তবে অভিবাসীদের ওই কারাগারে পাঠানো ঠেকানো সম্ভব হবে। তবে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কোনো ছাড় দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।