
ছবি : সংগৃহীত
নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেয়া বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাশ্মীর ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতি দিয়েছি, তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে। এখন চতুর্থ ধাপে আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের দখল করা জম্মু-কাশ্মীরের অংশ উদ্ধার করা।
জয়শঙ্কর বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এ ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এ লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেক্ষেত্রে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা বিষয়ে আলোচনা হয়। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে তিনি কিয়ারের কাছে নিজের মতামত ব্যক্ত করেছেন।
আরও পড়ুন<<>>লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওপর হামলাচেষ্টা
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের শেষ রাজা হরি সিং চেয়েছিলেন, এ অঞ্চল স্বতন্ত্র থাকবে। কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে তিনি ভারতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন।
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর জম্মু-কাশ্মীরের ৪৩% ভারতের, ৩৭% পাকিস্তানের এবং ২০% চীনের দখলে চলে যায়। ভারতের অধীনে থাকা অংশে ৩৭০ ধারা অনুযায়ী স্বায়ত্তশাসন ছিল, যা ২০১৯ সালে বিজেপি সরকার বাতিল করে।
জয়শঙ্করের বক্তব্যের পর দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পদক্ষেপ পাকিস্তান-ভারতের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।