Apan Desh | আপন দেশ

‘গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যা সমাধানের পক্ষে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ৭ মার্চ ২০২৫

‘গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যা সমাধানের পক্ষে ভারত’

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে। যেখানে সকল অমিমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে এবং সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

শুক্রবার (০৭ মার্চ) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সব অমিমাংসিত বিষয়ে সমাধানের জন্য গণতন্ত্রের ওপর জোর দিয়েছে ভারত। এজন্য সমন্বিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়েছে নয়াদিল্লি।  

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল বলেন, যারা গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত ছিল। তাদের মুক্তির মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

আরওপড়ুন<<>>শিক্ষা প্রতিষ্ঠানে নারী হেনস্থার প্রবণতা বিপজ্জনক: মির্জা ফখরুল

এদিকে, কলকাতায় বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, দুদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন চুক্তি, পানিপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ভারত আশা করে সংখ্যালঘুদের হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা যথাযথভাবে তদন্ত করবে। আর এর সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়