Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৮ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩৫, ৮ মার্চ ২০২৫

‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত’

রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

শনিবার (০৮ মার্চ) ভারতের বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনাথ সিং। 

তিনি আরও বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; কিন্তু প্রতিবেশীদের নয়। সুতরাং ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

আরওপড়ুন<<>>‘গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যা সমাধানের পক্ষে ভারত’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। 

শুক্রবার (০৭ মার্চ) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে।

রাজনাথ সিং তার সাক্ষাতকারে পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে। কারণ ইসলামাবাদ স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে দেবে না।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়