Apan Desh | আপন দেশ

ফের ইউক্রেনের প্রতি সতর্কবার্তা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৯ মার্চ ২০২৫

ফের ইউক্রেনের প্রতি সতর্কবার্তা ইলন মাস্কের

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফের সতর্ক করলেন ইলন মাস্ক। তিনি বলেন, স্টারলিংক স্যাটেলাইট বন্ধ করে দেয়া হলে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়বে, বন্ধ হবে সামরিক যোগাযোগও। রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় একথা বলেন মাস্ক।

চলমান স্থবিরতা ও নিষ্ঠুর হত্যাযজ্ঞে তিনি ক্লান্ত। এছাড়া এ যুদ্ধে ইউক্রেন অবশ্যই হারবে বলে মন্তব্য করেন মাস্ক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে পুতিনকে একক যুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম। স্টারলিংক ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড। যদি স্টারলিংক বন্ধ করা হয়, তাহলে তাদের সম্পূর্ণ ফ্রন্টলাইন ভেঙে পড়বে।

বছরের পর বছর ধরে চলা এ নিষ্ঠুর হত্যাযজ্ঞে আমি অসুস্থ বোধ করছি জানিয়ে মাস্ক বলেন, এ যুদ্ধ ইউক্রেনের পরাজয় ছাড়া কিছুই আনবে না। যারা সত্যিই বিষয়টি বোঝেন, তারা এ রক্তক্ষয় বন্ধ করতে চান। তিনি বলেন, এ মুহূর্তে আমি শান্তি চাই!

এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক্স-এর এক বার্তার জবাবে মাস্ক বলেন, এটা সত্য যে জেলেনস্কি ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন। তিনি চান এ যুদ্ধ চিরস্থায়ী হোক, দুর্নীতি ও প্রাণঘাতী যুদ্ধ চলমান থাকুক। এটা শয়তানি!

এসময় তিনি বলেন, ইউক্রেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাকে নিরপেক্ষ কোনো দেশে আশ্রয়ের প্রস্তাব দেয়া উচিত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়