Apan Desh | আপন দেশ

হোয়াইট হাউজের কাছে অস্ত্রধারী ব্যক্তিকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ১০ মার্চ ২০২৫

আপডেট: ২১:৩৫, ২৫ মার্চ ২০২৫

হোয়াইট হাউজের কাছে অস্ত্রধারী ব্যক্তিকে গুলি

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে এক অস্ত্রধারীকে গুলি করেছেন দেশটির সিক্রেট সার্ভিসের সদস্যরা। তার কাছে অগ্নেয়াস্ত্রের পাশাপাশি ছুরিও পাওয়া যায়অ

বিষয়টি নিশ্চিত করে মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি এক্স পোস্টে জানান, গুলিতে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

রোববার (০৯ মার্চ) হোয়াইট হাউজের কাছে এ ঘটনা ঘটে। বিবিসি। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন। 

শনিবার (০৮ মার্চ) স্থানীয় পুলিশ সতর্ক করে জানায়, ইন্ডিয়ানা রাজ্য থেকে এক আত্মঘাতী ব্যক্তি সম্ভবত ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে। সে হুমকি তৈরি করতে পারে। এমন খবরে সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের অদূরে ১৭ নম্বর স্ট্রিট এবং জি স্ট্রিটের কাছে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির অবস্থান শনাক্ত করেন। 

এক্সে দেয়া পোস্টে সংস্থাটির মুখপাত্র জানান, পরবর্তী সময়ে অফিসাররা ওই ব্যক্তির কাছে গেলে তিনি অস্ত্র বের করেন। এ সময় গোলাগুলিতে আহত হন তিনি। 

মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি জানান, গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই আহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়