Apan Desh | আপন দেশ

ধর্ষণ-খুনের ঘটনায় ভারতের পর্যটন গ্রাম ছাড়ছেন পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১২:২৯, ১১ মার্চ ২০২৫

ধর্ষণ-খুনের ঘটনায় ভারতের পর্যটন গ্রাম ছাড়ছেন পর্যটকরা

সংগৃহীত ছবি

ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছাকাছি অবস্থিত ইউনেস্কো হেরিটেজ। সেখানে একজন ইসরায়েলি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া একজন পুরুষ পর্যটককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক বিদেশি পর্যটক সেখান থেকে চলে গেছেন। খবর বিবিসি'র।

বৃহস্পতিবার (০৬ মার্চ) হাম্পির প্রধান ধ্বংসাবশেষ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত সানাপুর গ্রামে ওই দুই নারী ধর্ষণের শিকার হন।

পুলিশ জানিয়েছে, তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে এ অপরাধের সঙ্গে জড়িত।

এক সময় হিন্দু বিজয়নগর রাজ্যের রাজধানী হাম্পি বর্তমানে একটি উন্মুক্ত যাদুঘরের মতো। সেখানে তুংভাভদ্রা নদীর তীরে বিস্ময়কর পাথরের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ১৯৮৬ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে।

হাম্পির নদীর অপর পারে অবস্থিত সানাপুর গ্রামকে "একটি অত্যন্ত বিচ্ছিন্ন এলাকা" হিসেবে বর্ণনা করেছেন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট রাম আরাসিদ্দি।

অনেক বিদেশি পর্যটক, বিশেষ করে ইসরায়েল ও ইউরোপের অনেকেই হাম্পি ভ্রমণ করেন। তারা সানাপুরে থাকেন। সেখানেও বিশাল ধ্বংসাবশেষ ও একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে।

কর্ণাটক টুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিরূপাক্ষ ভি হাম্পি বলেন, মোটামুটি ১ লাখ বা তারও বেশি বিদেশি পর্যটক প্রতি বছর এ এলাকায় আসেন। তবে হামলার খবর প্রকাশিত হওয়ার পর বেশিরভাগ পর্যটকই তাদের বুকিং বাতিল করেছেন বা চলে গেছেন।

সাঈদ ইসমাইল নামে একজন ট্যুর গাইড বলেন, প্রায় ৯০ শতাংশ পর্যটক, যাদের বেশিরভাগই ইসরায়েলি, বৃহস্পতিবারের পর থেকে হোমস্টে ছেড়ে, এ এলাকা ছেড়ে চলে গেছেন। যারা এখনও এখানে রয়েছেন, তাদের দলবেঁধে চলাচল করার ও খুব দূরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কিছু পর্যটক বলেছেন, তারা তাদের পরিকল্পনায় শেষ মুহূর্তে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

২১ বছর বয়সী ইসরায়েলি পর্যটক তালিয়া জিলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, এ ঘটনা সত্যিই ভীতিকর। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমাদের এখানে হোলি উৎসব পর্যন্ত থাকার পরিকল্পনা ছিল। কিন্তু এখন আমরা রাজস্থানে যাচ্ছি।

রাজ্য মন্ত্রী শিবরাজ তাঙ্গাদাগি এলাকাতে রাতের বেলা ভ্রমণের বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহবান জানিয়েছেন।

একজন ভুক্তভোগী জানিয়েছেন, তাদের একটি দল মন্দিরের কাছে তারা পর্যবেক্ষণ করছিল। তখন তিনজন পুরুষ মোটরসাইকেল নিয়ে এসে তাদের কাছে পেট্রোল কোথায় পাওয়া যায় তা জানতে চায়।

আরও পড়ুন>>>কঙ্গোতে নৌকাডুবে নিহত ২৫

তারা তাদের পথের নির্দেশনা দিলেও ওই ব্যক্তিরা ১০০ রুপি দাবি করে। দলটি প্রথমে টাকা দিতে রাজি হয়নি, কারণ তারা ওই ব্যক্তিদের চিনত না। কিন্তু এক পর্যটক শেষ পর্যন্ত তাদের ২০ রুপি দেয়।

পুলিশ সুপারেন্টিন্ডেন্ট রাম আরাসিদ্দি বলেন, এরপর তারা পর্যটকদের সাথে তর্ক শুরু করে। আক্রমণকারীরা একসময় তিনজন পুরুষ পর্যটককে কাছাকাছি একটি খালে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ওই দুই নারীর ওপর নির্যাতন চালানো হয়। খালে ফেলে দেয়া ব্যক্তিদের মধ্যে একজন ডুবে মারা যান।

পুলিশ জানায়, তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের জবানবন্দির ভিত্তিতে হত্যাচেষ্টা, ডাকাতি ও ধর্ষণের মামলা দায়ের করেছেন। শনিবার দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। রোববার তামিলনাড়ু রাজ্য থেকে আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়