Apan Desh | আপন দেশ

ভারতে মুসলিমদের ওপর চলছে দমন-পীড়ন

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৩:০৮, ১১ মার্চ ২০২৫

ভারতে মুসলিমদের ওপর চলছে দমন-পীড়ন

মসজিদের মাইক খুলে নেয়া হচ্ছে।

ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে আবারও মুসলিমদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগেই সাম্প্রদায়িক অশান্তির কারণে সম্ভল সংবাদ শিরোনামে এসেছিল। যা দিল্লির সংসদেও বিতর্কের সৃষ্টি করেছিল। 

এবার নতুন এক বিতর্কের জন্ম হয়েছে সেখানে। যেখানে মসজিদে আজান দেয়ার সময় মাইক ব্যবহার করা যাবে না। মাইকে আজান দেয়ায় মসজিদের ইমাম হাফিজ শাকিল সামসির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মসজিদের মাইকও খুলে নেয়া হয়।

এটি একমাত্র সম্ভল নয়। বরং ভারতে প্রায়ই মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে এমন ধরনের ঘটনা ঘটে। মুসলিম সম্প্রদায়ের উপাসনাস্থলগুলোকে কেন্দ্র করে এমন অভিযোগ দীর্ঘদিনের। 

গত কয়েক বছরে উত্তরপ্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম ধর্মীয় স্থানে এমন ঘটনা ঘটেছে। মসজিদ বা মাদ্রাসার ওয়াজ-মাহফিল হলে সেটাকে ‘শব্দদূষণ’ হিসেবে আখ্যা দেয়। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ভারতে নতুন কিছু নয়। 

সাম্প্রতিক সময়ে কোতয়ালি থানার ডিএসপির মন্তব্যও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় চর্চার প্রতি অবমাননা করেন।

ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে। মুসলিমদে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মৌলিক অধিকার নিয়ে ধারাবাহিকভাবে চলে বিতর্ক। বিশেষ করে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য মুসলিমদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। তাদের শান্তিপূর্ণ ধর্মীয় জীবনযাপন কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন>>>ধর্ষণ-খুনের ঘটনায় ভারতের পর্যটন গ্রাম ছাড়ছেন পর্যটকরা

ভারতের মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। যার মধ্যে রয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ, মৌলিক অধিকার খর্ব, ধর্মীয় অনুষ্ঠান পালন করার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি। 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। যাতে সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা ও শান্তি বজায় থাকে। পাশাপাশি দেশের আইন সবার জন্য সমানভাবে কার্যকর হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়