Apan Desh | আপন দেশ

রাতে দেখা যাবে ‘রক্তিম’ চন্দ্রগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:২৩, ১৩ মার্চ ২০২৫

রাতে দেখা যাবে ‘রক্তিম’ চন্দ্রগ্রহণ

সংগৃহীত ছবি

২০২২ সালের পর পৃথিবীর মানুষ আবারও “পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ” বা “ব্লাড মুন” দেখার অপেক্ষায়। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ও শুক্রবার (১৪ মার্চ) সকালে এ বিরল দৃশ্য দেখা যাবে। 

তবে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ মহাজাগতিক দৃশ্য বিশ্বের সব অঞ্চল থেকে দেখা যাবে না।

সোমবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নর্থ ও সাউথ আমেরিকা থেকে ব্লাড মুন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এ দৃশ্যের এক ঝলক দেখা যাবে। আর পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এ ঘটনার অংশবিশেষ দেখা যাবে।

সূর্য, চাঁদের মাঝখানে পৃথিবী এক সরলরেখায় চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। আর তখনই হয় চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অন্ধকার হয়ে গেলেও সূর্য থেকে চাঁদে পৌঁছানো একমাত্র আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যদিয়ে প্রতিসরিত হয়। ফলে পৃথিবীর মানুষ চাঁদের লালচে, রক্তিম বা রক্তাভ রঙের চেহারা দেখতে পান। চাঁদের এমন বিরল গ্রহণ “রক্তিম চন্দ্রগ্রহণ” নামেও পরিচিত।

আরও পড়ুন>>>গাজায় বিদ্যুৎ-খাদ্য সরবরাহ বন্ধ করা যুদ্ধাপরাধ: হামাস

এ চন্দ্র গ্রহণ দেখা যাবে কি-না তা নির্ধারিত হবে তবে বিশ্বের কোন প্রান্তে আছেন, তার ভিত্তিতে। এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রে রাত ২.২০ মিনিটে বা যুক্তরাজ্যে ভোর ৬.২০ মিনিটের দিকে। তবে, এ গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়