
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী রঞ্জনী শ্রীনিবাসন দেশে ফিরে এসেছেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরে এসেছেন। ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়ায় যুক্তরাষ্ট্র তার স্টুডেন্ট ভিসা বাতিল করে। পরে তিনি নিজেই ভারতে ফিরে আসেন।
শনিবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে থাকার জন্য ৫ মার্চ রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করা হয়।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রঞ্জনী শ্রীনিবাসন ফিলিস্তিনের সংগঠন হামাসকে সমর্থন করে তাদের পক্ষে কর্মকাণ্ড চালিয়েছেন। এজন্য গত ৫ মার্চ পররাষ্ট্র দফতর তার ভিসা বাতিল করে। কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়ার আগে স্বেচ্ছায় চলে আসেন তিনি।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম শ্রীনিবাসনের বিমানবন্দরে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে বলেছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলা যে কারও দেশে (যুক্তরাষ্ট্র) থাকা উচিত নয়।
সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার জন্য ভিসা পাওয়া সৌভাগ্যের বিষয়। যখন আপনি সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেন, তখন সে সুযোগ বাতিল করা উচিত। আপনার এ দেশে আর থাকা উচিত নয়।
শ্রীনিবাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। স্কুলের ওয়েবসাইট অনুসারে, তিনি কলম্বিয়ার গ্র্যাজুয়েট স্কুল অফ আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড প্রিজারভেশনে গবেষণা করছিলেন।
রঞ্জনী শ্রীনিবাসন ভারতের আহমেদাবাদের সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও ফুলব্রাইট নেহেরুসহ ইনল্যাক্স স্কলারশিপসহ হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি ওয়াশিংটনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সীমান্তবর্তী সম্প্রদায়গুলো নিয়ে একটি পরিবেশগত সমর্থনমূলক অলাভজনক সংস্থার হয়ে কাজ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ওয়েস্ট ফিলাডেলফিয়া ল্যান্ডস্কেপ প্রজেক্টের গবেষক হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন>>>ধর্ষকের কঠোর বিচার কার্যকর করে যেসব দেশ
ইসরাইল-হামাস যুদ্ধের তীব্রতার মধ্যে ফিলিস্তিনের সমর্থনে ছাত্র বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে, ফিলিস্তিনি বংশোদ্ভূত সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে মার্কিন কর্তৃপক্ষ গ্রেফতার করে। যিনি গত বছর ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খলিলের গ্রিনকার্ডও বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।