
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী
বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ভারতকে দায়ি করেছেন পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর দাবি, সম্প্রতি বেলুচিস্তানের বোলান জেলার কাছে ট্রেনে সন্ত্রাসী হামলার পেছনে হাত রয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আহমেদ শরিফ বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত। জাফর এক্সপ্রেসে সর্বশেষ হামলাও তাদের মদদে হয়েছে।
তিনি আরও জানান, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও এ হামলার তদন্তে সহায়তা করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ মার্চ) নিষিদ্ধ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দেশটির জাফর এক্সপ্রেসে হামলা করে চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানের সময় ৩৩ জন হামলাকারী নিহত হয়েছে। এছাড়া ২৬ জন জিম্মি শহিদ হয়েছেন।
আরওপড়ুন<<>>যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ছেন ৪৩ দেশের নাগরিক
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, এ হামলার পরিকল্পনা দেশের বাইরের কোনো শক্তি করেছে। যদিও তিনি সরাসরি ভারতের নাম বলেননি। তবে অতীতে BLA-র কর্মকাণ্ডের জন্য ভারতকে দায়ী করার অবস্থান এখনও অপরিবর্তিত বলে উল্লেখ করেন তিনি।
এদিক, পাকিস্তানের অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি আমরা। সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায় সারা বিশ্ব তা জানে। নিজেদের ব্যর্থতার জন্য পাকিস্তানের অন্যের ওপর দোষ চাপানো বন্ধ করা উচিত। সূত্র : জিও নিউজ
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।