
ছবি: সংগৃহীত
উত্তর মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক।
রোববার (১৬ মার্চ) ভোর রাতে দেশটির কোচানি শহরের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। মেসিডোনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভোরে রাতে কোচানি শহরের পালস ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, ভবনে ভয়াবহ আগুন জ্বলছে। রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন।
আরওপড়ুন<<>>ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নারী-শিশুসহ নিহত ২৩
সেসময় ওই ক্লাবে এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করছিল। কনসার্টে অন্তত দেড় হাজার দর্শক উপস্থিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, আগুনের সূত্রপাত আতশবাজি ব্যবহারের কারণে হতে পারে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, মঞ্চ থেকে স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ার আগে ছাদে উঠে গেছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।