Apan Desh | আপন দেশ

২৯ মার্চ দুপুরে পৃথিবী অন্ধকার হবে 

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ মার্চ ২০২৫

২৯ মার্চ দুপুরে পৃথিবী অন্ধকার হবে 

আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ।

চলতি মাসেই পৃথিবীতে সূর্যগ্রহণ হবে। আগামী ২৯ মার্চ সূর্যগ্রহণের প্রভাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওইদিন ভর দুপুরে এ ঘটনা ঘটবে।

এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। ওইদিন ভর দুপুরে পৃথিবীতে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। কিন্তু গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এ গ্রহণ বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫১ মিনিটে শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। যার অর্থ সূর্যের কেবলমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত থাকবে। এ গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে।

আরও পড়ুন>>>আদালতের নিষেধাজ্ঞা সত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে নির্বাসনে পাঠাল যুক্তরাষ্ট্র

এ সূর্যগ্রহণ অনেক দেশে আংশিকভাবে দৃশ্যমান হবে। এটি বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা ও কিছু আফ্রিকান অঞ্চলে দৃশ্যমান হওয়ার কথা জানা গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়