
আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ।
চলতি মাসেই পৃথিবীতে সূর্যগ্রহণ হবে। আগামী ২৯ মার্চ সূর্যগ্রহণের প্রভাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ওইদিন ভর দুপুরে এ ঘটনা ঘটবে।
এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। ওইদিন ভর দুপুরে পৃথিবীতে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। কিন্তু গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এ গ্রহণ বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫১ মিনিটে শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। যার অর্থ সূর্যের কেবলমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত থাকবে। এ গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে।
আরও পড়ুন>>>আদালতের নিষেধাজ্ঞা সত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে নির্বাসনে পাঠাল যুক্তরাষ্ট্র
এ সূর্যগ্রহণ অনেক দেশে আংশিকভাবে দৃশ্যমান হবে। এটি বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা ও কিছু আফ্রিকান অঞ্চলে দৃশ্যমান হওয়ার কথা জানা গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।