Apan Desh | আপন দেশ

‘তসলিমাকে কলকাতায় ফিরতে দেয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৬:৪০, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪৬, ১৭ মার্চ ২০২৫

‘তসলিমাকে কলকাতায় ফিরতে দেয়া উচিত’

তসলিমা নাসরিন।

ভারতে বসবাসকারী নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাকে কলকাতায় ফেরানোর দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তসলিমাকে তার 'প্রাণের শহর' কলকাতায় ফিরে বসবাসের সুযোগ দেয়া উচিত।

সোমবার (১৭ মার্চ) ভারতের পার্লামেন্টে এ দাবি জানানো হয়। এর মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর আবার ভারতের পার্লামেন্টে লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি উঠল।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য এদিন সভায় বলেন, বাকস্বাধীনতার স্বার্থেই তসলিমা নাসরিনকে তার ‘প্রাণের শহর’ কলকাতায় ফিরতে দেয়া উচিত – যাতে তিনি পশ্চিমবঙ্গে বসেই বাংলায় সাহিত্যচর্চা ও লেখালেখি করতে পারেন।

২০০৭ সালে বামফ্রন্ট সরকারের সময় তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়। তারপর থেকে তিনি দিল্লি ও অন্যান্য দেশে বসবাস করছেন। শমীক ভট্টাচার্য আরও বলেন, তখনকার কংগ্রেস নেতার কারসাজিতেই তসলিমাকে কলকাতা ছাড়তে হয়েছিল।

এছাড়া তসলিমা নাসরিন রাজ্যসভায় শমীক ভট্টাচার্যের এ বক্তব্যের পর ফেসবুকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, বাংলার টানে কলকাতায় ফিরতে চাই। কিন্তু জানি না, শেষ পর্যন্ত তা সম্ভব হবে কিনা।

আরও পড়ুন>>>বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত: পাকিস্তান

তবে তসলিমার কলকাতায় ফেরার সম্ভাবনা রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়