
বিধ্বস্ত বিমান থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা
হন্ডুরাস দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্যারিবিয়ান উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী নিহত হয়েছে। বিমানে যাত্রী ও ক্রু মিলে মোট ১৭ জন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলের রাতভর হামলায় নিহত ৪০০ ছাড়াল
কর্তৃপক্ষ জানায়, জেটস্ট্রিম এয়ারক্রাফ্ট নামের বিমানটি ১৪ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরই উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।
খবর পেয়ে উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ। বাকি যাত্রীরা গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যাত্রীদের মধ্যে মার্কিন ও ফরাসি নাগরিক ছিলেন। হতাহতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।