Apan Desh | আপন দেশ

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক সাবেক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৪৭, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৮:৫১, ১৯ মার্চ ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক সাবেক প্রধানমন্ত্রীর

ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।

ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহবান জানিয়েছেন তিনি। 

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এ আহবান জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক  প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহবান জানিয়েছেন। 

এক্স পোস্টে লাপিদ লিখেছেন, ইসরাইলি সরকারের কোনও ‘রেড লাইন’ নেই। সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!

তিনি আরও লেখেন, আমি আপনাদের সকলকে আহবান জানাচ্ছি- এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। 

আরও পড়ুন>>>গাজায় ইসরায়েলের রাতভর হামলায় নিহত ৪০০ ছাড়াল

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’।

এদিকে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ।  নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। 

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন। তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এ বার্তা প্রদর্শন করেন। 

বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো ও সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়